Logo_Boimela_2025 Bangla_Academy
অমর একুশে বইমেলা ২০২৫ অমর একুশে বইমেলা - ঘোষণা

ঘোষণা

লেখক বলছি…

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের উত্তর-পূর্ব কোণে এই মঞ্চের অবস্থান। নির্বাচিত লেখকগণ তাঁদের সদ্যপ্রকাশিত বই নিয়ে পাঠকের মুখোমুখি হবেন। একজন লেখকের জন্য সময় থাকবে ২০ মিনিট। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মঞ্চের কার্যক্রম চলবে। অংশগ্রহণের জন্য বর্ধমান হাউসে স্থাপিত তথ্যকেন্দ্রে লেখক/প্রকাশককে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রকাশিত: 02-05-2025 11:12 PM
শুরুর সময়: 22-09-2025 10:48 AM
শেষ সময়: 01-03-2026 10:48 AM

নতুন বইয়ের মোড়ক উন্মোচনের নিয়ম

নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে হলে কমপক্ষে একদিন পূর্বে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ব্যতিরেকে মোড়ক উন্মোচন করা যাবে না। সিরিয়াল অনুযায়ী মোড়ক উন্মোচন করতে হবে। মোড়ক উন্মোচন কেবল নির্ধারিত স্থানেই করতে হবে। তথ্যকেন্দ্র থেকে যথারীতি মোড়ক উন্মোচনের ঘোষণা প্রচার করা হবে।
প্রকাশিত: 02-05-2025 11:12 PM
শুরুর সময়: 01-09-2025 11:37 AM
শেষ সময়: 01-03-2026 11:37 AM

অমর একুশে বইমেলার স্টল বিন্যাস

মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি; মোট ইউনিট ১০৮৪টি। মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ০১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি; লিটল ম্যাগাজিন চত্বর সোহারাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ইউনিট ১২০টি।
প্রকাশিত: 02-05-2025 11:12 PM
শুরুর সময়: 01-09-2025 10:48 AM
শেষ সময়: 01-03-2026 10:48 AM
Administration, Human Resources and Planning Division
Bangla Academy, Dhaka 1000 © https://banglaacademy.gov.bd